বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হল। চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ৬ বছর বয়সী ওই শিশুটির মৃত্যু হয়। এই প্রথম ১০ বছরের কম বয়সী কোনও শিশু করোনার বলি হল। শোকের ছায়া নেমে এল গোটা বাংলাদেশে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামেই প্রথম বলি হল ১০ বছরের কম বয়সী কোনও শিশু। যা নিয়ে আরও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই শিশুটির জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে ভুগছিল। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। তার নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পান পরিবারের সদস্যরা। রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।
