জেলা ব্রেকিং নিউজ

দশ মাসের শিশুকে আছাড়

বাবা পেশায় চিকিৎসক থাকেন বাঁকুড়ায়,মা পূর্ব মেদিনীপুর জেলার পাবলিক জেলা স্বাস্থ্য আধিকারিক। দুজনেই কাজের তাগিদে বাইরে চলে যেতেন তাঁদের একরত্তি দশমাসের শিশু কন্যাকে ভাড়া বাড়িতে পরিচারিকার কাছে রেখে।

২০১৮ থেকে ওই দম্পত্তির বাড়িতে পরিচারিকার কাজ করে আসতেন বছর পঞ্চাশের কল্পনা সেন।
পাঁশকুড়ার মেচোগ্রামে ফ্ল্যাটে ভাড়া থাকতেন তাঁরা, সেই সূত্রে মেচোগ্রামের বাসিন্দা অভিযুক্ত কল্পনার সাথে পরিচয় হলে, সেই থেকে তাঁদের বাড়িতে পরিচারিকার কাজ পায়। কিন্তু ওই পরিচারিকার আচরণ সন্দেহজনক হওয়ায় বাড়িতে সিসিটিভি লাগিয়ে কাজে চলে যান ওই দম্পতি, আর তাতেই ধরা পড়ল পরিচারিকার কীর্তি কলাপ।

সিসিটিভিতে দেখা যায় ওই পরিচারিকা দশমাসের শিশু কন্যাকে বিছানায় তুলে আছাড় মারছে, আর সেই দৃশ্য সিসিটিভির মাধ্যমে নিজের মোবাইলে দেখতে পেয়েই ওই দম্পতি সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে এসে শিশুটিকে উদ্ধার করে এবং পাঁশকুড়া থানায় ওই পরিচারিকার নামে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পাঁশকুড়া থানার পুলিশ ততপর হয়ে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করে।

অন্যদিকে শিশু কন্যাটি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকাজুড়ে, পাশাপাশি ওই অভিযুক্ত পরিচারিকার শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে ওই পরিবার।