অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে বিধানসভায় বালিগঞ্জ বিধানসভার বিধায়ক হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়। এদিন বাবুল সুপ্রিয়কে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায়।উপস্থিত ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে পুনরায় তৃণমূল কংগ্রেসের জয়ের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। প্রাক্তন মন্ত্রী তথা বালিগঞ্জের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর 2022 এর উপনির্বাচনে বালিগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী হন বাবুল। বালিগঞ্জ বিধানসভায় ২০,০৩০ ভোটে জয়ী হন বাবুল।২০১৯সালে আসানসোল থেকে জিতে বাবুল ছিলেন কেন্দ্রের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী। ২০২১সালের বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হন বাবুল সুপ্রিয়।তারপরেই ১৯ অক্টোবর ২০২১এ তিনি বিজেপি থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগদান করেন। এবং সাম্প্রতিক বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জিতে বিধায়ক হন বাবুল। জয়ী হয়েও রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের কারণে আটকে যায় বাবুলের শপথ গ্রহণ। বিধানসভা সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর না পেয়ে বা কখনও ফাইল ফেরত, কখনও আবার সংবিধানের বিভিন্ন ধারা উল্লেখ করে ট্যুইট করেন রাজ্যপাল। এরপরে বাবুলকে শপথ বাক্য পাঠ করানোর জন্য ডেপুটি স্পিকারের নাম মনোনয়ন করেন তিনি।
রাজ্যপালের প্রস্তাব প্রত্যাখান করেন ডেপুটি স্পিকার আশিষ বন্দোপাধ্যায়। এরপর রাজ্যপালকে আবেদন করেন, তাকে শপথ বাক্য পাঠ করার অনুমতি যেন স্পিকারকে দেওয়া হয়। অবশেষে বুধবার, ডেপুটি স্পিকারের পৌরহিত্যেই সম্পন্ন হল বাবুলের শপথগ্ৰহণ।