অবশেষে সময় হয়েছে স্পিকার ওম বিড়লার। রবিবার লোকসভা সচিবালয় সূ্ত্রে জানা গিয়েছে, ১৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় সময় দিয়েছেন তিনি। সেই মতো সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়। এর আগে একাধিক বার চিঠি লিখেও স্পিকারের কাছে বাবুল সময় চাইলেও তাঁকে স্পিকার সময় দেননি।
যদিও বাবুল আগেই জানিয়েছিলেন, তিনি দল ছেড়ে অন্য দলে গেলে পুরনো দলের সাংসদ পদ আঁকড়ে থাকবেন না,তা ‘অনৈতিক’ কাজ হবে। বাংলায় তেমন কিছু দৃষ্টান্ত থাকলেও মঙ্গলবার দিল্লি গিয়ে সাংসদ পদে ইস্তফা দেবেন বাবুল সুপ্রিয়।
এখনও প্রায় ৩ বছর লোকসভা ভোট হতে বাকি রয়েছে। সাংসদ পদ থেকে বাবুল ইস্তফা দিলে আসানসোলে উপনির্বাচনে বিজেপি কাকে নতুন প্রার্থী করবে আর তৃণমূলের হয়ে বিপরীতে কেই বা লড়বে এখন সেটাই দেখার।
ReplyForward |