দেশ ব্রেকিং নিউজ

আয়ুষ্মান ভারতের অফিস সিল

আয়ুষ্মান ভারতের অফিস সিল করে দেওয়া হল। মঙ্গলবার সকালে এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ এখানের‌ এক কর্মীর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়তেই দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অফিস বন্ধ করে দেওয়া হল। আর ২৫ জন কর্মীকে কোয়ারেনটিনে পাঠানো হল। তারপরই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদসংস্থা আইএনএস জানাচ্ছে, আয়ুষ্মান ভারত যোজনার অন্তর্ভুক্ত ব্যক্তিরা বেসরকারি ল্যাবরেটরি থেকে নিখরচায় করোনা পরীক্ষা করাতে পারবেন। সম্প্রতি সুপ্রিম কোর্টও রায় দেয়, বেসরকারি ল্যাবে গরীবদের বিনা খরচে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক। এই সংক্রমণ আরও ছড়িয়ে পড়েনি কারণ বাকি ৫০ শতাংশ কর্মী ওয়ার্ক ফ্রম হোম করছেন। অফিসে এসে কাজ করার পরই এই ঘটনা ঘটল। ফলে কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।
রাজধানীতে সোমবার সন্ধে পর্যন্ত করোন আক্রান্ত বেড়ে হয়েছে ২,০৮১। গত ২৪ ঘণ্টায় ৭৮টি পজিটিভ কেস মিলেছে। তার মধ্যে আয়ুষ্মান ভারতের ওই কর্মীও রয়েছেন।জীবাণু সক্রিয় রয়েছে ১,৬০৩ জনের মধ্যে। সোমবার পর্যন্ত দিল্লিতে কনটেনমেন্ট জোন বেড়ে হয়েছে ৮৪টি।