দেশ ব্রেকিং নিউজ

অযোধ্যা: বিপদসীমা অতিক্রম করল সরযূ নদীর জলস্তর

শেষ কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে উত্তর প্রদেশে। আগামী কয়েকদিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। লাগাতার বৃষ্টির জেরে উত্তরপ্রদেশের অযোধ্যায় সরযূ নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে সরযূ নদীর জলস্তর।

ভারী বৃষ্টিপাতের জেরে সোমবার সকালে দেখা যায় সরযূ নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। কেন্দ্রীয় জল কমিশনের ভারপ্রাপ্ত আধিকারিক অমন রাজ সিং বলেছেন, “সরযূ নদীর জলস্তর বিপদসীমা (৫৩ সেন্টিমিটার) অতিক্রম করে বইছে, পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টি ও জলাধার থেকে জল ছাড়ার কারণে সরযূ নদীর জলস্তর বেড়েছে।”