ব্রেকিং নিউজ রাজ্য

কৃষি দপ্তরের পক্ষ থেকে সচেতনতা কর্মসূচি

‘খড় পচাও পরিবেশ বাঁচাও।’ প্রত্যেক বছর পালিত হয় এই কর্মসূচি। সেই কর্মসূচি উপলক্ষ্যে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের জালালপুর গ্রামে চাষীদের সচেতন করলেন কৃষি আধিকারিকরা।

ধান চাষের পর জমিতে থেকে যায় উচ্ছিষ্ট খড় বা নাড়া। বেশির ভাগ ক্ষেত্রেই পুড়িয়ে ফেলা হয় সেই খড়। কিন্তু তার ফলে বিষাক্ত ধোয়া থেকে হয় বায়ু দূষণ। মৃত্তিকা দূষণও হয়। কিন্তু খড় পোড়ানোর বদলে চাষিরা যদি সেই খর পচায়, তবে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। পরবর্তী মরশুমে ধান চাষের ক্ষেত্রে সার বা বিষ কম লাগে। গাছ মাটি থেকে তাদের প্রয়োজনীয় খাদ্য পায়। এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে ধানের নাড়া বা খড় তত্ত্বাবধানের স্কিম রয়েছে। যে স্কিম থেকে আর্থিক সহায়তাও পেতে পারে চাষিরা। এমনকি ধানের নাড়া বা খড় ব্যবহার করে বায়োগ্যাস পর্যন্ত তৈরি করতে পারে চাষিরা।

এই নিয়েই এদিন প্ল্যাকার্ড হাতে চাষীদের মধ্যে সচেতনতা মূলক প্রচার চালানো হয়। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের কৃষি অধিকর্তার করণ প্রমোদ উৎপল আচার্য সহ কৃষি বিভাগের অন্যান্য আধিকারিকরা।

হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক কৃষি অধিকর্তার করণ প্রমোদ উৎপল আচার্য বলেন, ‘প্রত্যেক বছর এই দিনেই চাষীদের মধ্যে আমরা সচেতনতা মূলক প্রচার চালায়। ধানের খড় পোড়ানোর ফলে বায়ু দূষণ হয়। সেই জায়গায় তার অনেক ব্যবহারের উপকারিতা আছে। সেই নিয়েই আমরা প্রচার চালালাম।’