মুক্তির অপেক্ষায় শাহরুখ খানের পরবর্তী ছবি ‘জওয়ান’। দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথমবার কাজ করছেন বাদশা। ছবিতে রয়েছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সান্য মালহোত্রার মতো অভিনেতা-অভিনেত্রীরা। তাই স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে দর্শকমহলে প্রত্যাশা বাড়ছে। কিন্তু ‘জওয়ান’-এর প্রচার তো দূরে থাক, এখনও অবধি ছবির মুক্তির দিনই ঘোষণা করেননি নির্মাতারা।
এমতাবস্থায় শাহরুখের ‘জওয়ান’ মুক্তির তারিখ নিয়ে নানা মহলে নানা জল্পনা চলছে। প্রথমে ২ জুন মুক্তির ঘোষণা হলেও পরে তা নিয়ে আর কোনও উচ্চবাচ্য করেননি নির্মাতারা। এখন কখনও জুন মাসের মুক্তির কথা শোনা যাচ্ছে, আবার কখনও অগস্টে মুক্তির খবর ছড়াচ্ছে। তবে এবার শোনা যাচ্ছে, আইপিএলের ফাইনালের দিনই প্রকাশ্যে আসবে ‘জওয়ান’-এর ট্রেলার। আর সেদিনই ঘোষণা হবে ছবি মুক্তির তারিখ।
সূত্র মারফত জানা গিয়েছে, আইপিএলের ফাইনালের দিনই মুক্তি পেতে চলেছে ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার। শাহরুখ কখনওই গতে বাঁধা প্রচারের পথে হাঁটেন না। এমনকি ‘পাঠান’-এর সময় সেভাবে কোনও প্রচারই করেননি। শুধুমাত্র টুইটারে ‘আস্ক এসআরকে’ সেশন দিয়েই ছবির প্রচার করেছিলেন। ‘জওয়ান’-এর সময় প্রচারের নতুন উপায় এখন দেখার অপেক্ষায় দর্শকরা।