আন্তর্জাতিক দেশ

কোভ্যাকসিনকে অনুমোদন দিল অস্ট্রেলিয়া

করোনার দেশীয় টিকা কোভ্যাক্সিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনুমোদন পাওয়ার আগেই তবে স্বীকৃতি পেল অস্ট্রেলিয়ায়। যে কোনও ব্যক্তি কোভ্যাক্সিন নিয়ে সে দেশে পা রাখতে পারেন, জানিয়ে দিল অস্ট্রেলিয়া।

এর আগে পুণের সেরাম ইনস্টিটিউটে তৈরি হওয়া কোভিশিল্ড স্বীকৃতি পায়। আর এবার স্বীকৃতি পেল কোভ্যাক্সিন। অস্ট্রেলিয়ার প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, “থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের নিজস্ব টিকা কোভ্যাক্সিন এবং চিনের BBIBP-CorV-কে বৈধ টিকার তালিকায় ধরা হবে।”

১২ বছরের ঊর্ধ্বে যাঁরা কোভ্যাক্সিনের ডোজ নিয়েছেন, তাঁদের কারও অস্ট্রেলিয়া যেতে আর কোনও বাধা রইল না। BBIBP-CorV টিকার ক্ষেত্রে এর বয়সসীমা ১৮ থেকে ৬০ বছর।

স্বাভাবিক ভাবেই অজি সরকারের এই সিদ্ধান্তে খুশি কোভ্যাকসিন নেওয়া সাধারণ মানুষরা। কারণ কোভ্যাক্সিনের ডোজ নেওয়া বহু পড়ুয়া কিংবা শ্রমিকরা অস্ট্রেলিয়ায় ফিরতে পারছিলেন না।

শোনা গিয়েছিল, ভারত বায়োটেকের কাছে টিকা সংক্রান্ত তথ্য বারবার চেয়ে পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হয়তো খুব শীঘ্রই কোভ্যাক্সিনকে অনুমোদন দিতে চলেছে WHO।