বিনোদন ব্রেকিং নিউজ

Maidaan: ময়দানের অপেক্ষায় দর্শকরা, প্রকাশ্যে ঝলক

১৯৫২ থেকে ১৯৬২। এই সময়টা ছিল ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ। ১৯৫২ ভারত প্রথম হেলসিঙ্কি অলিম্পিকে খেলার সুযোগ পায়। এই দশ বছরে ভারতীয় ফুটবলে পেয়েছে বিরাট সাফল্য। এশিয়ার সেরা দলও হয়েছিল রহিম সাহেবের ভারত। রহিম সাহেবের ছাত্র পিকে ব্যানার্জি, বলরাম, বদ্রু ব্যানার্জি, চুনি গোস্বামী, প্রশান্ত সিনহা, থঙ্গরাজ, অরুণ ঘোষ, জার্নাল সিং, প্রদ্যুৎ বর্মন, রাম বাহাদুর ছেত্রী, ইউসুফ খানদের সেই জ্বলজ্বলে কীর্তি গুলো দেখা যাবে পর্দায়। সেদিন গুলো হারিয়ে গেছে ভারতীয় ফুটবল থেকে। হারিয়ে যাওয়া জাতীয় দলের সেই স্বর্ণযুগের ইতিহাস এবার দেখা যাবে পর্দায়। অজয় দেবগণ অভিনীত ‘ময়দান’ সিনেমা মুক্তি পেতে চলেছে শীঘ্রই।

দুদিন আগে সেই সিনেমার ছোট্ট একটি ঝলক বা টিজার সামনে এসেছে। ২৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অমিত শর্মা পরিচালিত এই সিনেমা। ময়দান সিনেমার প্রযোজক বনি কাপুর। সিনেমায় সুর দিয়েছেন এআর রহমান। হিন্দি ছাড়া অন্য তিনটি ভাষাতেও মুক্তি পেতে চলেছে এই সিনেমা। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহেও দেখা যাবে ভারতীয় ফুটবলের সেই স্বর্ণযুগের কাহিনি।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই ”ময়দান” সিনেমার শুটিং চলেছে। এমনকি কয়েক বছর আগে মহমেডান স্পোর্টিং মাঠে শুটিংও করে গেছেন অজয় দেবগণ। সোশ্যাল মিডিয়ায় টিজার শেয়ার করেছেন আলিয়া ভাটও। অজয় দেবগণ ছাড়া প্রিয়ামণি, গিরিরাজ রাও অভিনয় করেছেন। এছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষকেও।