করোনাভাইরাস জাঁকিয়ে বসেছে বাংলাদেশে। আর তা থেকে রেহাই পাচ্ছেন না কেউই। এবার করোনায় প্রাণ কাড়ল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মেহবুবে আলমের। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। গত ৪ সেপ্টেম্বর থেকে জ্বর এবং গলা ব্যথা নিয়ে সিএমএইচে ভর্তি হন মেহবুবে। ওইদিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। তখন থেকেই উদ্বিগ্নতা ছিল।
এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে লড়াইয়ে এদিন হার মানলেন তিনি। অ্যাটর্নি জেনারেল মেহবুবে আলমের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যন্ত দক্ষ এবং মিশুকে মানুষ ছিলেন তিনি বলে সকলের শোকজ্ঞাপন।
রাষ্ট্রপতি শোকবার্তায় মেহবুবের আত্মার শান্তিকামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় বলেন, ‘সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি মেহবুবে আলমের অবদান গোটা দেশ সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একজন প্রথিতযশা আইনজীবী হিসেবে দেশের অনেক গুরুত্বপূর্ণ আইনি বিষয় অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন। সবসময় ন্যায়ের পথে চলেছেন।’
জানা গিয়েছে, তিনি বাংলাদেশের ১৩তম অ্যাটর্নি জেনারেল মেহবুবে আলম ১৯৭৫ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর মাস পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। ২০০৮ শেখ হাসিনা সরকার গঠনের পর ২০০৯ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করা হয় তাঁকে।
উল্লেখ্য, পদ্মাপারে করোনা আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১১.৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যা ছিল ১০.২৭ শতাংশ। এদিন করোনায় মৃত্যু হয়েছে ৩২ জনের। ফলে গোটা দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ১৬১ জন। দেশে মোট আক্রান্ত ৩ লক্ষ ৫৯ হাজার ১৪৮ জন।