ডিভিশন বেঞ্চেও ধাক্কা! বুধবার সন্ধ্যা ছটার মধ্যে সিবিআই এর দপ্তরে হাজিরা দিতেই হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে,এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যান পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু পদ্ধতিগত ত্রুটি থাকার কারণে তাঁর মামলা ফিরিয়ে দিল ডিভিশন বেঞ্চ। ফলে সিঙ্গল বেঞ্চের নির্দেশই আপাতত বহাল থাকল।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত জানিয়েছেন,যে মামলা গ্রহণ করা হল না, সেই মামলা সম্পর্কে আমরা মৌখিক ভাবে কোন সিদ্ধান্ত দিতে পারি না।’
এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পালটা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এদিন সিঙ্গল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্ধ্যা ছটার মধ্যে সিবিআই দপ্তরে উপস্থিত হতে বলেছেন তাকে। এবং আরও বলেছেন প্রয়োজনে তাকে নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই। এদিন বিচারপতি বলেন, ‘দূর্নীতিগ্রস্তদের কলার ধরে সিবিআই দপ্তরে নিয়ে যাওয়া উচিত।’ এখন দেখার সন্ধ্যা ছটার মধ্যে সিবিআই দপ্তরে প্রাক্তন শিক্ষা মন্ত্রী উপস্থিত হন কিনা।