জেলা ব্রেকিং নিউজ

যুব তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা

যুব তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উত্তর কুসুম অঞ্চলের যুব তৃণমূল সভাপতিকে গতকাল রাতে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকায়। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় উস্তি থানার পুলিশ। কি কারনে এই খুনের চেষ্টা করা হয়েছে তা তদন্ত চলছে। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুব তৃণমূল নেতার নাম সুজাউদ্দিন গাজি। রবিবার রাত দশটা নাগাদ উস্তির উত্তর কুসুম এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে এসে পুলিশ ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

প্রথমে বানেশ্বরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালেই সুজাউদ্দিনের অস্ত্রোপচার শুরু করা হয়েছে। তাঁর পেটে একটি গুলি লাগে যা পিঠ থেকে বের করা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েছেন সুজাউদ্দিনের পরিবারের সদস্যরা। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে সরব তাঁরা।পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।