শক্তিগড়ে জাতীয় সড়কের পাশে একটি সোনার দোকানে চলল গুলি। পেটে গুলি লাগে সোনার দোকানের মালিকের। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, শুক্রবার সকাল ১১ টা নাগাদ মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতি ঘটনাস্থলে আসে এবং দোকানে ঢুকে পড়ে। প্রাথমিকভাবে তাদের অভিপ্রায় লুঠ ও ছিনতাই বলেই জানা গিয়েছে। ক্রেতা সেজে তারা দোকানে ঢুকে লুঠতরাজ চালাতে গেলে দোকানের মালিক স্বদীপ দাস তাদের বাধা দেন। বাধা পেয়েই ক্লোজ রেঞ্জ থেকে তাঁকে গুলি চালায় এক দুষ্কৃতি। সেই অবস্থাতেও আততায়ীকে জাপটে ধরে রেখেছিলেন দোকান মালিক। শব্দ ও গোলযোগ শুনে ছুটে দোকানে ঢোকেন আরেক স্থানীয় ব্যবসায়ী। তাঁকেও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি করার হুমকি দেওয়া হয়। ফলে তিনি বাধা দিতে সাহস পাননি। এরপরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা।
গুরুতর জখম দোকানমালিক স্বদীপ দাসকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি নার্সিংহোমে। অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় সহ শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। তদন্ত চলছে। স্বাভাবিকভাবেই চাপা উত্তেজনা রয়েছে শক্তিগড়ে।।