আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

প্রকাশ্য দিবালোকে হামলা শপিং মলে

প্রকাশ্য দিবালোকে শপিং মলে দুষ্কৃতী হামলা। চলল এলোপাথাড়ি গুলি। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় শপিং মলে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশন শপিং মলে। দোকানের মধ্যে গিয়ে শাটার বন্ধ করে আশ্রয় নেন আতঙ্কিত বহু মানুষ। হামলার ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

ঘটনার সঙ্গে সঙ্গে মল খালি করার নির্দেশ দেয় পুলিশ। ইতিমধ্যেই ঘটনার একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে লোকজন আতঙ্কে ছুটোছুটি করছে। হুড়োহুড়ি পড়ে গিয়েছে শপিং মলে। রক্তে ভেসে যাচ্ছে শপিং মলের মেঝে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।