বিজয় মিছিল ঘিরে ফের উত্তেজনা মালদহের চাঁচলে। নিহত মোফিজুদ্দিন শেখ নামে এক তৃণমূল কর্মী। ঘটনায় তৃণমূলের অপরগোষ্ঠীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় চাঁচলের হেমপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল দখলে যাওয়ার বিজয় মিছিল করা হয় এলাকায়। ওই মিছিলে ছিলেন নিহত তৃণমূল কর্মী মোফিজুদ্দিন শেখ। মাঝরাস্তায় লাঠি, ইঁট-পাটকেল নিয়ে মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ।
প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে চাপানউতোর চলছিল এলাকায়। স্থানীয়দের অভিযোগ, জালালুদ্দিন শেখ নামে স্থানীয় এক তৃণমূলকর্মীর দলবলই এই হামলা চালায়। জালালুদ্দিন ওই প্রার্থীর বিরুদ্ধেগোষ্ঠী। এই জয় কিছুতেই মেনে নিতে পারেননি জালালুদ্দিন। সেই কারণেই এই হামলা চালায় বলে অভিযোগ।
হামলায় মারাত্মকভাবে জখম হন মোফিজুদ্দিন। তাঁকে মালদহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।