বৃহস্পতিবার ডায়মন্ডহারবার যাওয়ার পথে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হল বলে অভিযোগ। আর তারপরেই শুরু হয়েছে কেন্দ্র–রাজ্য চাপানউতোর। কারণ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং উদ্বেগপ্রকাশ করলেন অমিত শাহ–রাজনাথ সিং।
জানা গিয়েছে, জেপি নাড্ডাকে ফোন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এমনকী এই ঘটনায় গভীর উদ্বেগপ্রকাশ করেন তিনি। শারীরিক খোঁজখবর নেন তিনি। দিল্লি থেকে রাজনাথ জানান, নাড্ডার সঙ্গে কথা বলেছি। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি। এই ঘটনা প্রমাণ করে বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।
এদিন গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। তাতে অনেকে আহত হয়েছেন বলে অভিযোগ বিজেপি’র। এই খবর পৌঁছে গিয়েছে দিল্লিতে। জেপি নাড্ডার গাড়ি লক্ষ্য করে থান ইট ছোঁড়া হয়েছে বলে খবর। গাড়িটি মারাত্মক ক্ষতি হয়েছে। এই বিষয়ে রাজনাথ বলেন, ‘গণতন্ত্রে রাজনৈতিক নেতাদের উপর এই ধরনের আক্রমণ চিন্তার বিষয়। পুলিশি তদন্তের দাবি করছি।’
এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে অভিযোগ জানান বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপরেই স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং ডিজির কাছে ঘটনার রিপোর্ট তলব করেন।
অমিত শাহ টুইটারে লিখেছেন, ‘কেন্দ্র বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। এই ধরনের পরিকল্পিত হামলা নিয়ে রাজ্যের মানুষকে জবাবদিহি করতে হবে রাজ্য সরকারকে।’
যদিও রাজ্য পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, জেপি নাড্ডার কনভয়ে কিছুই ঘটেনি। কনভয়ের পেছনের কিছু গাড়িতে পাথর ছোড়া হয়েছে। দেবীপুরে ওই ঘটনা ঘটেছে। প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। কী ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে।
বিজেপি’র সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলার অভিযোগে এদিন রাজ্য জুড়েই বিক্ষোভ–অবরোধ করেন বিজেপি কর্মীরা। কলকাতা এবং হাওড়ার বেশ কয়েকটি জায়গা থেকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির খবর পাওয়া যায়। এই ঘটনা নিয়ে এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওনারা মানুষের রোষানলে পড়েছেন। দিলীপবাবুরা স্বাস্থ্যসাথীর কার্ড করিয়ে নিন।’