রাজ্য

‘‌এই হামলা বড়সড় ষড়যন্ত্র’‌

সিআইডি তদন্ত রিপোর্ট দেওয়ার আগেই মন্ত্রী জাকির হোসেনের উপর হামলা নিয়ে তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পিতভাবেই রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের উপর হামলা চালানো হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার পুরো দায়ভার রেলের উপর চাপিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রীকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সেখানে জাকিরের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। কথা বলেন স্ত্রী, ভাগ্নে–সহ পরিবারের লোকজনের সঙ্গে। পরে হাসপাতাল থেকে বেরিয়ে মমতা জানান, জাকিরের এখনও অস্ত্রোপচার চলছে। তাঁর শারীরিক অবস্থা ‘খারাপ’। ‘ওকে (জাকির) খুব সিরিয়াস অবস্থায় অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়েছে। আর কয়েকজন রোগীকে তো দেখা যাচ্ছে না। আমি দূর দূর থেকে দেখেছি।’
উল্লেখ্য, বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের দু’‌নম্বর প্ল্যাটফর্মে মন্ত্রীর উপর বোমা হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সেই ঘটনাকে ‘ভয়াবহ’ হিসেবে চিহ্নিত করে মমতা জানান, জাকিরের ভাগ্নে দাবি করেছেন যে রিমোটের মাধ্যমের বিস্ফোরণ ঘটনা হয়েছে। পুলিশ তদন্ত করে বের করবে। ওদের রিপোর্ট হচ্ছে যে, রিমোটে বিস্ফোরণ ঘটিয়েছে। স্টেশনে পা দিয়ে হাঁটার সময় বিস্ফোরণ করা হয়েছে। জেনেশুনেই করা হয়েছে।
রেলের ভূমিকা নিয়েও মমতা বলেন, ‘এটা রেল স্টেশনে হয়েছে, তখন রেলের নাকি কোনও পুলিশ ছিলেন না। জায়গাটা অন্ধকার ছিল। মানে আলোও ছিল না। রেল স্টেশনের মানে সেটা রেলের অধীনে। এটা রাজ্যের আইনশৃঙ্খলার বিষয় নয়। পুলিশকে রেল ডাকলে রাজ্য এফআইআর করতে পারে। আমি জানি না, এত বড় ঘটনার পর রেল কীভাবে বিষয়টি এত ক্যাজুয়ালি নিচ্ছে। এটা বড়সড় ষড়যন্ত্র।’‌