দেশ ব্রেকিং নিউজ

ভারতীয় সেনার কনভয়ে হামলা

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভারতীয় সেনার কনভয়ে হামলা চালাল সন্ত্রাসবাদীরা। ঘটনায় মৃত্যু পাঁচ জওয়ানের। বৃহস্পতিবার দুপুরে পুঞ্চের ভাটা ধুরিয়ান এলাকায় হাইওয়ের ঘটনা।

সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, “বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ একটি সেনা ট্রাক পুঞ্চের ভিম্বার গলি থেকে সংজিওতের উদ্দেশে যাচ্ছিল। ঠিক তখন ভারী বৃষ্টিপাতের সুযোগ নিয়ে সন্ত্রাসবাদীরা গুলি চালায়। সম্ভবত গ্রেনেড হামলার জেরেই সেনা কনভয়ে আগুন ধরে যায়।’ জানা গিয়েছে, হামলায় মৃত ৫ জন সেনাকর্মী রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সদস্য। আহত এক সেনাকর্মী বর্তমানে রাজৌরির সেনা হাসপাতালে চিকিৎসাধীন। জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযানে নেমেছে সেনা।

ভারি বৃষ্টির ফলে এলাকায় দৃশ্যমানতা কম ছিল, জঙ্গীরা তার সুযোগ নিয়েছে বলেই মনে করা হচ্ছে। হামলায় মৃত্যু হয়েছে মনদীপ সিং, দেবাশীষ বাসওয়াল, কুলবন্ত সিং, হরকিষাণ সিং, সেবক সিং। সূত্রের খবর, হামলায় যখন হয়েছেন আরও একজন। এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন রাহুল গান্ধী। নিহত ৫ সেনা কর্মীর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন তিনি। পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।