এবার লোকসভার দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ কালো পতাকা গো–ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠল। এমনকী গাড়ির উপর হামলার চেষ্টা করেছে তৃণমূল–কর্মী সমর্থকরা বলে অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে। গত কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার রানীনগর ২ নং ব্লকের তৃণমূল ব্লক সভাপতি শাহআলমের গাড়ির উপর বোমা মারা হয় ঘটনায় মৃত্যু হয় গাড়ির চালকের মৃত্যু হয়।
এই ঘটনার পর থেকেই ওই এলাকার কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ শুরু হয়। রাতে ওই এলাকায় কয়েকটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এই ঘটনার কথা রাতেই জানতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ঘটনার খবর পেয়ে শুক্রবার বেলা ১১টা নাগাদ অধীর চৌধুরী রানীনগর থানার গোধনপাড়ার বাঁশবাড়ি এলাকায় আক্রান্ত কর্মীদের বাড়ি গেলে রাস্তায় অধীর চৌধুরীর গাড়ি আটকে লাঠি ঝাঁটা নিয়ে বিক্ষোভ ও কালো পতাকা দেখায় তৃণমূল কর্মীরা।
আজ অধীর চৌধুরীর উপর হামলার চেষ্টা চালানো হয় এবং অধীর চৌধুরীর গাড়িতে লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে। আক্রান্ত কর্মীদের বাড়ি গিয়ে সব কিছু খতিয়ে দেখেন। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিয়ে ঘটনাস্থল থেকে অধীর চৌধুরীকে উদ্ধার করে। এই হামলার তীব্র নিন্দা করেছেন তিনি।