বৃহস্পতিবার বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়। তার কয়েক ঘণ্টা পরই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। হামলা চালানো হয় বঙ্গভবনেও। একদল লোক জড়ো হয়ে অভিষেকের বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে। বাসভবনের বাইরের দেওয়ালে, নেমপ্লেটেও কালি লেপে দেয় বিক্ষোভকারীরা। একই কায়দায় তাণ্ডব চালানো হয় চাণক্যপুরীর বঙ্গভবনেও। বাংলার সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবার ডায়মন্ডহারবারের মঞ্চে বসে যাঁরা দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলের ঘটনাকে গণতন্ত্রের লজ্জা বলে দাগানোর চেষ্টা করেছেন, তাঁদের সংগঠন বিজেপির কর্মী–সমর্থকেরাই দিল্লিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব।
এই ঘটনার পর ডায়মন্ডহারবারের সাংসদের বাড়ি ও বঙ্গভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে সিআইএসএফ জওয়ানদের। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান হামলাকারীরা বিজেপি’র সমর্থক। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দু’জন দুষ্কৃতীকে। যদিও, বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গভবন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হামলার অভিযোগ অস্বীকার করেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার পথে দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে প্রবল বিক্ষোভের মুখে জেপি নড্ডার কনভয়। গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টিও হয়। আর দিল্লিতে তারই প্রতিশোধ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এখন প্রশ্ন উঠছে, তাহলে হামলাকারী করা? কেন বেছে বেছে অভিষেকের নয়াদিল্লির বাড়িকে টার্গেট করা হল? শিরাকোলের এই ঘটনার জের ধরেই বৃহস্পতিবার রাতে অভিষেকের বাড়ি, তৃণমূলের কার্যালয়কে নিশানা করা হয়। দেখা যায় অনেকে গলায় পোস্টার ঝুলিয়ে বিক্ষোভ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। স্লোগান তোলা হয় তৃণমূলের বিরুদ্ধে। দিল্লি পুলিশের এক সিনিয়র আধিকারিক জানান, বৃহস্পতিবার রাত ১০টা প্রথম ঘটনাটি ঘটে বঙ্গভবনে। বঙ্গভবনের বাইরের দেওয়ালে কালো কালি লেপে, তৃণমূল বিরোধী স্লোগান তুলে বিক্ষোভকারীরা যায় অভিষেকের দিল্লির বাড়িতে। সেখানেও বাড়ির নেমপ্লেট-সহ বাইরের পাঁচিলে কালো রং মাখায়। দু’টি জায়গাতেই বিক্ষোভ প্রদর্শনকারীরা ইটও ছুড়েছেন। রাতেই কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বঙ্গভবন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি।