জেলা

রাতে ধাবায় দুষ্কৃতী হামলা, আতঙ্কিত এলাকা

সেই প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা‌!‌ কারণ হাওড়া ডোমজুড় থানা এলাকায় একটি ধাবায় দুষ্কৃতীরা হামলা করল। ধাবার মালিক–সহ কয়েকজন কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হয়েছেন তাঁরা। ছয় নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সলপ মোড়ে ওই ধাবায় ঘটনাটি ঘটে রাত ১১টা নাগাদ। কিন্তু সেখানে পুলিশের দেখা মেলেনি। সব কাণ্ড শেষ হয়ে যাওয়ার পর পুলিশ এসেছিল ঠিকই কিন্তু কেন এবং কি কারণে এই হামলার ঘটনা ঘটল তা নিয়ে ধন্ধে তাঁরা।
জানা গিয়েছে, গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয়েছে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। সেখানেই তাঁদের চিকিৎসা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমজুড় থানার পুলিশ। প্রাথমিক তদন্তে ধাবায় মদ খাওয়া নিয়ে বচসার জেরে ঝামেলার সূত্রপাত বলে তাঁরা মনে করছেন। যদিও নির্দিষ্ট কোনও তথ্যই পুলিশের কাছে নেই বলে খবর। হাওড়া জেলায় তৃণমূলের বিধায়ক, মন্ত্রী, সাংসদরা থাকেন। সেখানে রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। তাহলে এমন ঘটনা ঘটলেও পুলিশের কোনও নাগাল কেন পাওয়া গেল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় একটা সূত্র বলছে, এখানে বহিরাগতদের ডেকে নিয়ে গিয়ে আক্রমণ করা হয়। ধাবার মালিক জানান, কী কারণে এই ঘটনা তা পরিষ্কার নয়। টাকা ছিনতাই নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল তা স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকাবাসী রীতিমতো আতঙ্কিত। কারণ জাতীয় সড়ক সংলগ্ন সলপ এলাকা যথেষ্ট পশ। সেখানে যদি এমন ঘটনা ঘটতে পারে তাহলে হাওড়ার যেখানে খুশি যা খুশি ঘটতে পারে।