বায়োপিক নিয়ে বলিউডের উৎসাহ চিরদিনই। এবার সেই তালিকায় নতুন সংযোজন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। রবিবার মুক্তি পেয়েছে দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর বায়োপিকের পোস্টার। এই বায়োপিকে প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে চলেছেন পঙ্কজ ত্রিপাঠী।
অটল বিহারী বাজপেয়ীর এই বায়োপিকের নাম দেওয়া হয়েছে ‘ম্যায় অটল হুঁ’। ২৫ডিসেম্বর, অটল বিহারি বাজপেয়ীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পঙ্কজ ত্রিপাঠী নিজের লুক শেয়ার করেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে অটল বিহারী বাজপেয়ীর মতোই একজন কবি, একজন দক্ষ রাজনীতিবিদ এবং একইসঙ্গে একজন ভারতের নাগরিকের ভূমিকায়।
চলচ্চিত্র নির্মাতা বিনোদ ভানুশালী এবং সন্দীপ সিং সম্প্রতি ঘোষণা করেন, তাঁরা ভারতরত্ন বাজপেয়ীর বায়োপিক নির্মাণের কাজে হাত দিয়েছেন। সেসময় প্রযোজক সন্দীপ সিং সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার করেও এই ছবির ঘোষণা করেন। সোশ্যাল মিডিয়ায় ছবির একটি ঝলক শেয়ার করে সন্দীপ লিখেছিলেন, “অটল বিহারী বাজপেয়ী ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা নেতা। তাঁর বক্তব্য শুনেই পরাজিত হত শত্রুরা। যিনি দেশকে ইতিবাচকভাবে নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রগতিশীল ভারতের মানচিত্র তৈরি করেছিলেন।”
শোনা গিয়েছে, এই ছবির নির্মাতারা ২০২৩ এর ক্রিসমাসের সময় ছবিটিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন। ছবির মুক্তি পেতে পারে অটল বিহারী বাজপেয়ীর ৯৯ তম জন্মবার্ষিকীর সময়ে। তবে নির্মাতারা সেসব নিয়ে এখনও মুখ খোলেননি। এনপি মেঞ্চার লেখা বই ‘আনটোল্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যান্ড প্যারাডক্স’ -এর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে এই ছবি। বিনোদ ভানুশালী এবং সন্দীপ সিং মিলিত ভাবে ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন।