শীতকালীন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী মোদির ঝাঁঝালো ভাষণ সংসদ চত্ত্বরে। ভাষণে বিরোধীদের তুলোধনা করলেন বিজেপি প্রধান। এদিন তাঁর অভিযোগ, ভারতের কয়েকটা দল সুষ্ঠু আলোচনা চাইলেও, জট পাকাতে ওস্তাদ বেশকিছু বিরোধী দল। নিজেদের স্বার্থে গুন্ডামি করে সংসদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তাঁরা।
এদিনের বক্তৃতায় এই আবেদন জানিয়ে তিনি বললেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে কিছু মানুষ সংসদে নিজের রাজনৈতিক ফায়দা খোঁজার চেষ্টা করছে। এদেরকে দেশের জনতা ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপরও মুষ্টিমেয় কিছু লোক গুন্ডামি করে সংসদকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সংসদের কার্যকলাপ বন্ধ করে তাঁদের লাভ কিছুই হয় না, যেটা হয় তা হল জনতা ওদের থেকে আরও দূরে সরে যায়। প্রধানমন্ত্রীর দাবি, বার বার জনতার কাছে প্রত্যাখ্যাত হওয়ার পরও এদের শোধরানোর কোনও লক্ষণ নেই।”
বক্তৃতায় বিরোধীদের প্রতি ক্ষোভ উগরে দিয়ে মোদি আরও বলেন, “সংসদের মধ্যে এই সব লোকেদের গুণ্ডামির সাজা জনতা ভোটের বাক্সে দিয়ে দেয়। এরা দেশের গণতন্ত্রকে সম্মান করে না। নিজেরাও কাজ করে না অন্যদেরও করতে দেয় না। বিরোধীদের কাছে অনুরোধ করব জনগণের আবেগকে সম্মান করুন। বিরোধীদের উচিৎ জনগণের সমস্যার পক্ষে লড়াই করা। কিন্তু বিরোধীরা তা করছে না। দেশের জনগণের সমস্যা এদের কাছে কোনও গুরুত্ব পায় না।” সংসদের কাজকর্ম যাতে ব্যাহত না হয় তার জন্য বিরোধী শিবিরের কাছে সহযোগিতা চান প্রধানমন্ত্রী।