গরু পাচার কাণ্ডে ধৃতদের বিরুদ্ধে পুলিশের কাছে সাক্ষী দেওয়ায় এক ব্যক্তিকে বাড়িতে ঢুকে প্রাণনাশের চেষ্টার অভিযোগ। আহত ১। গুরুতর আহত একজন মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা থানার শ্যামলী পাড়া গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ।
জানা গিয়েছে, আহতর নাম নরুল ইসলাম সরকার(৫০)। অভিযুক্ত জয়পুর ইসলাম,নরুল শেখ দীর্ঘদিন ধরে গরু পাচারের সঙ্গে যুক্ত। এই নিয়ে তাদের নামে বামনগোলা থানায় অভিযোগ দায়ের হয়। সেই মত পুলিশ জয়পুর ইসলাম ও নরুল শেখের বাড়িতে তদন্তে যায়। কিন্তুু তাদেরকে পায়নি।
এই বিষয়ে প্রতিবেশী নরুল ইসলাম সরকার অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষী দেয়। অভিযোগ, এরপর থেকে অভিযুক্তরা রাগে ফুঁসছিল। এদিন রাত্রিবেলা অভিযুক্তরা নরুল ইসলাম সরকারের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়ে বাবা নরুল ইসলাম সরকারকে কোপাতে থাকে। ঘটনা দেখতে পেয়ে ছেল বাধা দিলে তাকেও মারধর করা হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়।
দুইজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেলেকে ছেড় দেওয়া হলেও নরুল ইসলাম সরকার আঘাত গুরুতর থাকায় মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। গোটা ঘটনায় বামনগোলা থানায় অভিযোগ দায়ের করেছে আহত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।