শীতের পথে বাধা দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। বর্ষশেষে ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে।বুধবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। গোটা দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার আমেজ থাকলেও তাপমাত্রার হেরফের হচ্ছে।
সন্ধ্যা নামার পরেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বেলা বাড়তেই গরম পড়তে শুরু করেছে। তারই মধ্যে বছরের শেষের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বাড়তে পারে তাপমাত্রার পারদ। নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কারণ উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তাপমাত্রার পারদ। আপাতত কনকনে শীতের দেখা মিলবে না।
কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।