বিনোদন

বছর শুরুতে নতুন উদ্যোমে অমিতাভ পরিবার

নতুন বছর শুরুর আগের মুহূর্তে পরিবারের প্রত্যেকে এক ফ্রেমে হাজির হলেন। অমিতাভ বচ্চন থেকে ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন এবং জয়া বচ্চন হাজির হন এক ফ্রেমে। ঐশ্বর্য নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন। যেখানে নতুন বছর শুরুর সময় নতুন উদ্যোমে  বচ্চন পরিবারকে দেখা যায়।

সম্প্রতি করোনা মুক্ত হয়ে বাড়িতে ফেরেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। কোভিড যুদ্ধ জয়ের পর অমিতাভ এবং অভিষেক দুজনই নিজেদের কাজে ফেরেন। অন্যদিকে আরাধ্যাকে নিয়ে ঐশ্বর্য তখন হাসপাতালে করোনার চিকিৎসার জন্য ভর্তি হন। কোভিডে আক্রান্ত হওয়ার পর ঐশ্বর্যর সামান্য শ্বাসকষ্ট শুরু হয়। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসার পর  মেয়েকে নিয়ে বাড়িতে ফেরেন তিনি। বছর শেষে ফের নতুন উদ্যোমে হাজির অমিতাভ পরিবার।