দেশ ব্রেকিং নিউজ

লোকসভা অধিবেশনের শুরুতেই রণংদেহী বিরোধীরা! সংবিধান হাতে সরব ইন্ডিয়া জোট

সোমবার থেকে শুরু হল অষ্টাদশ সংসদের বিশেষ অধিবেশন। চলবে ৩ জুলাই পর্যন্ত। অষ্টাদশ লোকসভা অধিবেশন শুরুর প্রথম দিন থেকেই রাজনৈতিক পারদ তুঙ্গে। শপথে অংশ নিলেন না বিরোধীরা। প্রোটেম স্পিকার নির্বাচনে প্রথা ভঙ্গ করেছে NDA সরকার। এই অভিযোগের ভিত্তিতে চলছে INDIA জোটের প্রতিবাদ।

সোমবার লোকসভার সদস্য হিসেবে মোদির শপথের আগেই গান্ধি মূর্তির পাদদেশে ভারতের সংবিধান হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী INDIA জোট।

সংসদের অন্দরে যখন শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মন্ত্রিসভার সদস্যরা, তখন বাইরে সংবিধানের একটি করে কপি হাতে নিয়ে সরব হতে দেখা গেল সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, ডিম্পল যাদবদের।

তাঁদের দাবি, ‘সংবিধানকে বাঁচানোর লড়াই করছি আমরা। নতুন সরকার একাধিক বিষয়ে ইতিমধ্যেই পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আর তা রুখতে আমরা প্রথম দিন থেকে সক্রিয়, প্রতিবাদ শুরু করেছি।’