রাজ্য লিড নিউজ

মধ্যরাতে RG Kar -এ দুষ্কৃতী তাণ্ডব, ভেঙে তছনছ ইমার্জেন্সি বিভাগ

মধ্যরাতে আর জি কর হাসপাতালের সামনে কর্মসূচি চলাকালীন দুষ্কৃতী তাণ্ডব। বুধবার রাতে একদল যুবক পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভেতরে ঢুকে তান্ডব চালায় বলে অভিযোগ। মিছিলের মধ্যে মিশেছিল হামলাকারীরা, এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

অভিযোগ, ইট ছোঁড়া হয় পুলিশকে লক্ষ্য করে। জরুরি বিভাগ-সহ হাসপাতালের একাধিক জায়গায় ভাঙচুর করা হয়। প্রথমে সীমিত সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলেও পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বেশ কয়েকজন পুলিশকর্মী এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে।

তবে আর জি করের কুড়ি মিনিটের দুষ্কৃতী তান্ডব এই আন্দোলনের গতি প্রতিহত করতে পারে নি। বঙ্গের ভিন্ন ভিন্ন কোণে মানব বন্ধন হয়েছে শঙ্খনাদে আর মোমবাতি প্রজ্জ্বলনে।