At present India has not arrived in the stage of social contamination.
দেশ

সামাজিক সংক্রমণে পৌঁছয়নি ভারত

লকডাউনে মিলেছে সুফল। দেশে করোনা সংক্রমণকে এখনও স্থানীয় স্তরেই বেঁধে রাখা গিয়েছে। গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি। সাফ জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশে এখনও পর্যন্ত ১২৬৩ জনের শরীরে কোভিড–১৯ সংক্রমণ হয়েছে। মৃত্যু হয়েছে ২৯ জনের। বিদেশ থেকে চিকিত্‍সা সরঞ্জাম আমদানি করছে মোদী সরকার।
এই পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কারণ এখনও আমরা স্টেজ থ্রিতে পৌঁছয়নি। এমনই আশার কথা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে কী গোষ্ঠী সংক্রমণের স্তরে পৌঁছে গেল করোনা? দেশের আনাচেকানাচে ঘোরাফেরা করছিল প্রশ্নটা। সেই সম্ভাবনা নাকচ করে দিল স্বাস্থ্যমন্ত্রক। যুগ্ম সচিব লব আগরওয়াল স্পষ্ট জানিয়ে দেন, ‘‌আমাদের দেশে করোনা এখনও স্থানীয় সংক্রমণের স্তরেই রয়েছে।’‌ স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এখনও পর্যন্ত যাঁরা করোনায় সংক্রমিত হয়েছেন, তা এসেছে অপর কোনও সংক্রামিত ব্যক্তির থেকে। তা থেকে অন্যজনের মধ্যে ছড়িয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং চীন থেকে ভেন্টিলেটর ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই আনা হচ্ছে। সিঙ্গাপুর থেকে ১০ লক্ষ পিপিই কিট আমদানির বরাত দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে আনা হচ্ছে ২০ লক্ষ পিপিই কিট। চীন থেকে ১০ হাজার ভেন্টিলেটর আমদানি করা হচ্ছে। যদিও সাংবাদিক সম্মেলনে সামাজিক সংক্রমণ তত্ত্ব পুরোপুরি নাকচ করেছে স্বাস্থ্য মন্ত্রক। যা ঘটছে তা পুরোটাই স্থানীয় সংক্রমণ বলছেন স্বাস্থ্যকর্তারা।