ব্রাজিলে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ফলে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। সাও পাওলো প্রদেশের একটি হাইওয়েতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। আরও অনেকে আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্রাজিল-এর স্থানীয় সময় বুধবার একটি পোশাক তৈরির কোম্পানির ৫৩ জন শ্রমিক বাসে করে যাচ্ছিলেন। সাও পাওলো শহর থেকে ৩৫০ কিলোমিটার দূরে টাগুয়াল পুরসভার কাছে অবস্থিত একটি হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় সেটি সামনে থেকে আসা একটি লরিতে মুখোমুখি ধাক্কা মারে। এর ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই ৩৭ জন শ্রমিক প্রাণ হারান। আরও কিছু শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে সবরকম সাহায্য করার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।