আন্তর্জাতিক

ট্রেন দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে ৩৬ জনের‌

ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটল তাইওয়ানে। পাতাল রেলে মারাত্মক এক দুর্ঘটনায় নিহত প্রায় ৩৬ জন। আহতের সংখ্যা এখন পর্যন্ত ১২। যুদ্ধকালীন তৎপরতায় দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে। অন্ধকার সুড়ঙ্গ থেকে মাঝে মাঝেই ভেসে আসছে আর্তনাদ। চেষ্টা করেও উদ্ধারকারী দল ঢুকতে পারছে না সুড়ঙ্গে। সুড়ঙ্গের ভেতরেই উল্টে পড়ে রয়েছে ট্রেনের ৮–১০টি বগি। সুড়ঙ্গের ভিতর পুরোপুরি ঢুকে উদ্ধারকার্য শুরু হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা স্থানীয় কর্তৃপক্ষের।
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, কমপক্ষে পাঁচ থেকে আটটি বগি দুর্ঘটনায় সম্পূর্ণ দুমড়ে–মুচড়ে গিয়েছে। সকাল সাড়ে ৯টা নাগাদ সমুদ্র তীরবর্তী শহর হুয়ালিয়েনের কাছে ঘটনাটি ঘটে। তাইওয়ানের প্রেসিডেন্টের দফতর থেকে ভয়াবহ এই দুর্ঘটনার ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে যত শীঘ্র সম্ভব উদ্ধারকাজ শেষ করার দিকে জোর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে প্রেসিডেন্ট দফতর।
প্রত্যেকদিনের মতোই নির্ধারিত রুটে দ্রুতগতিতে ছুটছিল ট্রেন, কিন্তু সুড়ঙ্গে ঢুকতেই তালগোল পাকিয়ে গেল সব। কারণ, ভেতরেই দাঁড়িয়েছিল একটি ট্রাক, অন্ধকারে সেই ট্রাককে দেখতে না পেরেই ধাক্কা মারে ট্রেনটি। নিমেষে দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি। অন্যদিকে লাইনচ্যুত হয়ে সুড়ঙ্গের দেওয়ালে ধাক্কা মারে ট্রেনটি। উল্টে যায় আট থেকে দশটি বগি। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৬ জনের।
তাইওয়ান রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রায় ৩৫০ যাত্রী নিয়ে তাইপেই থেকে তাইতুংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রেনটি। উত্তর হুয়ালিয়ানের পার্বত্য অঞ্চলে একটি সুড়ঙ্গে প্রবেশ করতেই ঘটে বিপদ। সুড়ঙ্গের ভেতরে কাজ চলায় ওই পথেই ঢুকেছিল একটি ট্রাক। ট্রেন আসার ইঙ্গিত পেতেই সেটি সুড়ঙ্গের ভেতরই সরে দাঁড়ায়। কিন্তু সঠিকভাবে ট্রাকটি দাঁড় না করানোয় ট্রেনটি ঢুকতেই সংঘর্ষ হয় ট্রাকের সঙ্গে, লাইনচ্যুত হয়ে ট্রেনটি সুড়ঙ্গের দেওয়ালে ধাক্কা মারে।