আন্তর্জাতিক

একসঙ্গে শতাধিক মানুষের মৃত্যু নৌকাডুবিতে

ভয়াবহ নৌকাডুবিতে শতাধিক মানুষের মৃত্যু হল। যা নিয়ে হাহাকার শুরু হয়েছে নিকট পরিজনদের মধ্যে। সেনেগালে নৌকাডুবিতে একসঙ্গে প্রাণ গেল কমপক্ষে ১৪০ জন শরণার্থীর। প্রায় ২০০ জন শরণার্থীকে নিয়ে সফর করার সময় নৌকাটি ডুবে যায়। এদিন বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল অফিস ফর মাইগ্রেশন। আর তাতেই কান্নার রোল উঠেছে সেনেগালে।
আইওএম–এর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, খুবই দুঃখজনক ঘটনা। গত সপ্তাহে ভূমধ্যসাগরে ঘটে এই দুর্ঘটনা। আগে সেনেগালের কর্তৃপক্ষ জানিয়েছিল, এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬০ জনকে। তারপর মৃত্যু সংখ্যা বাড়তে থাকে। এদিন তা ১৪০ জনে গিয়ে পৌঁছেছে।
এই ঘটনায় উষ্মাপ্রকাশ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন অ্যাফেয়ার্স প্রধান জোসেপ বোরেল ফন্টেলেস। তিনি ট্যুইটারে লেখেন, সমুদ্রে আরও একটা দুঃখজনক ঘটনা। মানবপাচারকারীরা এই ধরনের ঘটনার সুযোগ নেয়।
গত শনিবার এমবাওয়ারের উপকূল শহর থেকে ছাড়ে নৌকাটি। তবে তার ঘণ্টাখানেকের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। যা বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। নৌকাটিতে আগুন ধরে যায়। সেনেগালের কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকার জ্বালানির ড্রাম থেকে নৌকাটিতে আগুন ধরে যায়। এরপরই সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে সেন্ট লুইতে ডুবে যায় নৌকাটি।
উল্লেখ্য, গত আগস্ট মাসে বিভিন্ন দেশের কাছে শরণার্থীদের ভূমধ্যসাগর দিয়ে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা করার জন্য দেশগুলির কাছে আহ্বান জানিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। কারণ তার কিছুদিন আগেই লিবিয়ার উপকূলে প্রাণ গিয়েছিল ৪৫ জন শরণার্থীর।