অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন বিবাহিত জীবনের তেরো বছর পার করলেন। সিনেমার পর্দায় চরিত্রের খাতিরে ঐশ্বরিয়াকে কাঁদতে দেখা গেছে। কিন্তু এবার শাশুড়ি জয়া বচ্চনের কথায় একেবারে ভরা মজলিসে বাস্তবেই নায়িকা কাঁদলেন।
ঐশ্বরিয়ার শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক কেমন, তা নিয়ে বলিউড পাড়ায় বহু গুঞ্জন রয়েছে। বিষয়টি নিয়ে কেউ কখনও প্রকাশ্যে মন্তব্য না করলেও সম্প্রতি ঐশ্বরিয়া ও জয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই নায়িকাকে কাঁদতে দেখা যায়। তবে এ কান্না সুখের, কষ্টের নয়। ঘটনা হচ্ছে, সম্প্রতি ছেলে অভিষেক বচ্চন ও বউমা ঐশ্বরিয়াকে নিয়ে একটা অনুষ্ঠানে হাজির হন জয়া বচ্চন। ওই অনুষ্ঠানে বউমা ঐশ্বরিয়ার ভূয়সী প্রশংসা করেন জয়া। এরপর মঞ্চে উঠে নায়িকা নিজের আবেগ সামলাতে পারেননি। সবার সামনেই কেঁদে ফেলেন।
অনুষ্ঠানে ঐশ্বরিয়ার উদ্দেশ্য জয়া বলেন, তিনি এমন একজন বউমা পরিবারে পেয়েছেন, যার হাসিতে সবার মন জুড়িয়ে যায়। শুধু তাই নয়, ঐশ্বরিয়া যেমন সবার খেয়াল রাখেন, তেমনি সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় সঠিক পদক্ষেপ নেন বলেও প্রশংসায় পঞ্চমুখ হন জয়া।