অ্যাজমা একটি গুরুতর রোগ। এরফলে ঠিকমতো বায়ু চলাচল করতে পারে না। এই কারণে শরীরে অক্সিজেনের অভাব ঘটে। ফলে গুরুতর সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে অ্যাজমা থাকলে মানুষকে চিকিৎসা করতেই হবে। এই রোগের খুব ভালো চিকিৎসাও রয়েছে। তবে হাঁপানির রোগীদের ডায়েটও সঠিক থাকা উচিত। জেনে নিন রোগীর ডায়েটে ঠিক কোন খাবার রাখলে হাঁপানির সমস্যা থেকে দূরে থাকা যায়।
তরমুজ
তরমুজের মধ্যে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও এরমধ্যে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন সি এবং জল। টাই অ্যাজমা রোগীদের শরীর সুস্থ রাখতে পারে এই ফল।
লেবু
লেবুর মধ্যে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন সি। এই ভিটামিন সি শারীরিক সমস্যা দূর করতে পারে। দেখা গিয়েছে, অনেক ক্ষেত্রে শরীরের অক্সিজেনের কার্যক্ষমতা বাড়াতে পারে লেবু। তাই হাঁপানির সমস্যা থেকে মুক্তি পেতে লেবু খেতে পারেন।
ব্রকোলি
ব্রকোলি নিয়মিত খেতে থাকলে অনেক সমস্যাই দূর করে দেওয়া সম্ভব। ব্রকোলির মধ্যে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন ও মিনারেল। এই উপাদানগুলি ফুসফুসের সসম্যা কমাতে পারে।
রসুন
ফুসফুসের যে কোনও রোগ নিরাময়ে এই টোটকা খুবই উপকারী। এক্ষেত্রে এক কাপ দুধের মধ্যে ৪ কোয়া রসুন দিয়ে ফুটিয়ে নিন। কিছুটা ঠাণ্ডা করে ওই রসুন-দুধের মিশ্রণ খেয়ে নিন।
কফি
হাঁপানির কষ্ট নিরাময়ে খুবই নির্ভরযোগ্য পানীয় কফি। এক কাপ গরম কফি শ্বাসনালীর প্রদাহ কম করে। পাশাপাশি শরীরের এনার্জি যোগায়।