সোমবার মেঘালয় এবং নাগাল্যান্ডে বিধানসভা ভোট । দুটি রাজ্যেই মোট বিধানসভা আসনের সংখ্যা ৬০ টি হলেও সোমবার ৫৯ টি আসনে ভোটগ্রহণ হবে। মেঘালয়ে লড়াইয়ে আছে ন্যাশনাল পিপলস পার্টি (পিপিপি), বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মতো দল। আবার নাগাল্যান্ডে লড়াই হবে নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ), ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (এনডিপিপি), বিজেপির মতো দল। তবে এবার ভোটে ফ্যাক্টর হতে পারে তৃণমূল।
রাজনৈতিক মহলের একাংশের ধারণা, এবার মেঘালয়ে বিরোধী ভোটে থাবা বসাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এদিন সকালে টুইট করে সবাইকে সুষ্টভাবে ভোট দেওয়ার অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অন্যদিকে, ভোটগ্রহণের সময় উত্তপ্ত হয়ে উঠল নাগাল্যান্ডের একটি বুথ কেন্দ্র। এনপিপি সমর্থককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। অভিযোগের তির এনপিএফ সমর্থকদের দিকে। আহত এনপিপি সমর্থককে হাসপাতালে নিয়ে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে বুথ চত্বরে। দীর্ঘক্ষণ বন্ধ থাকে ভোটগ্রহণ প্রক্রিয়া। ফের শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া বলে জানা গিয়েছে।