দেশ ব্রেকিং নিউজ

একদশক পর আজ জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন

এক দশক পর ফের বিধানসভা নির্বাচন জম্মু-কাশ্মীরে। ১৮ সেপ্টেম্বর শুরু হয়েছে প্রথম দফায় ভোট গ্রহণ। ২০১৪ সালের পর ২০২৪ সাল, অর্থাৎ দশ বছরের মাথায় কাশ্মীরের গণতন্ত্রের মহোৎসব। শেষবার যখন পিডিপি এবং বিজেপি জোট বেঁধে ভোটে জিতে সরকার গঠন করেছিল সেই সময় জম্মু ও কাশ্মীর পূর্ণ রাজ্য হিসেবেই ছিল। তবে পরে বিজেপির সঙ্গে জোট ভেঙে বেরিয়ে আসেন মেহবুবা মুফতি। তার পাঁচ বছর পর ২০১৯ সালে নির্বাচনের পরিবর্তে ৩৭০ ধারা উঠে যাওয়ায় উপত্যকা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গিয়েছিল। তারপর এবছর আবার কাশ্মীর পেতে চলেছে তার নতুন মুখ্যমন্ত্রী।

উপত্যকায় মোট তিন দফায় ভোট গ্রহণপর্ব চলবে। বুধবার ২৪টি আসনের জন্য ৩২৭৬ বুথে ভোট হচ্ছে। আসনগুলির জন্যে লড়ছেন মোট ২১৯ জন পদপ্রার্থী। সরকারি নথি অনুযায়ী ২৩ লক্ষের বেশি মানুষ ভোট দেবেন। জম্মু-কাশ্মীরে মোট বিধানসভা আসন ১১৪টি। তবে তার মধ্যে ২৪টি পাকিস্তানের দখলে থাকায় ৯০টি আসনে ভোট হবে। যার মধ্যে ১৬টি আসন সংরক্ষিত ও ৭৩টি আসন সাধারণ।

আজকের পর আবার ২৫ সেপ্টেম্বর হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। তৃতীয় দফার ভোট হবে ১ অক্টোবর। তিন দফায় ভোট শেষ হলে, ৪ অক্টোবর প্রকাশিত ভোটের ফল। সেদিনই কাশ্মীরের জনতা জানতে পারবেন কে হবে আগামী পাঁচ বছরের জন্য তাঁদের মুখ্যমন্ত্রী।