পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ৭ নভেম্বর থেকে শুরু হবে পাঁচ রাজ্যের ভোটগ্রহণ প্রক্রিয়া। এই তালিকায় রয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম। এই পাঁচটি রাজ্যের ভোটগণনা একই সঙ্গে হবে বলেই জানা গিয়েছে। এই পাঁচ রাজ্যের মধ্যে দু’টিতে বিজেপি এবং এনডিএ সরকার আর দু’টি কংগ্রেস শাসিত সরকার রয়েছে।
সোমবার সাংবাদিক সম্মেলন করে এই পাঁচ রাজ্যের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। জানা গিয়েছে, পাঁচ রাজ্যে মোট ১.৭৭ লক্ষ পোলিং বুথের ব্যবস্থা করা হবে। ৭ নভেম্বর ছত্তিশগড় ও মিজোরামে নির্বাচন হবে। তবে,মিজোরামের নির্বাচন একদফাতে হলেও ছত্তিশগড়ের দুই দফায় ভোট হবে। ওই রাজ্যের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে আগামী ১৭ নভেম্বর। অন্যদিকে, রাজস্থান, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানা- এই তিন রাজ্যে এক দফাতেই ভোটগ্রহণ প্রক্রিয়া হবে বলে জানিয়েছে নিরবাচন কমিশন। মধ্যপ্রদেশের ভোটগ্রহণ হবে ১৭ নভেম্বর। রাজস্থানে ভোট হবে ২৩ নভেম্বর। তেলেঙ্গানায় ভোটগ্রহণ হবে ৩০ নভেম্বর। আর পাঁচ রাজ্যেরই নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ৩ ডিসেম্বর। ভোটার কার্ড পরিবর্তনের জন্য ১৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ৫ ডিসেম্বরের মধ্যে পাঁচ রাজ্যের ভোটপ্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
লোকসভা ভোটের আগে এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে মোট ১৬ কোটি ১ লাখ মানুষ ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশ নেবেন। যার মধ্যে ৮.২ কোটি পুরুষ ও ৭.৮ কোটি মহিলা ভোটার রয়েছে। এদের মধ্যে নতুন ভোটার রয়েছে ৬০ লক্ষেরও বেশি। পাঁচ রাজ্যে লোকসভা আসন মোট ৮৩টি। যার মধ্যে মধ্যপ্রদেশে ২৯টি লোকসভা আসন। রাজস্থানে লোকসভা আসন ২৫টি। তেলঙ্গানায় লোকসভা আসন ১৭টি, ছত্তিশগড় ১১ এবং মিজোরামে লোকসভা আসন ১টি।