দেশ ব্রেকিং নিউজ

করোনায় আক্রান্ত বিপুল পুলিশকর্মী

অসম পুলিশের মোট ১,৪২৬ কর্মী করোনা সংক্রমণের শিকার। এই খবর চাউর হতেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন ট্যুইট করে এই রিপোর্ট দিয়েছেন অসম পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইনশৃঙ্খলা) জিপি সিং। অসম পুলিশের এই শীর্ষকর্তা জানান, আক্রান্তদের মধ্যে যদিও ১,০৪৮ জন সুস্থ হয়ে উঠেছেন। তবে কোভিডে মৃত্যু হয়েছে চার পুলিশকর্মীর।
জানা গিয়েছে, অসমে নতুন করে ২,১১২ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে। রাজ্যের আগের রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টার নিরিখে এদিনই সর্বাধিক আক্রান্ত। সব মিলিয়ে অসমে আক্রান্ত বেড়ে হয়েছে ৩৮,৪০৭। বিভিন্ন কোভিড হাসপাতালে তাঁরা চিকিত্‍‌সাধীন আছেন। রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৯,২৩০। বৃহস্পতিবার রাজ্যে আরও দু’‌জন মারা গিয়েছেন। সবমিলিয়ে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬।
একদিনে পরীক্ষাও হয়েছে সবচেয়ে বেশি মানুষের। গত ২৪ ঘণ্টায় মোট ৪১০২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পজিটিভিটি রেট ৫.১৪ শতাংশ। তার মধ্যে গুয়াহাটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। নগাঁওতে আক্রান্ত হন ২১১ জন, কামরূপ (গ্রামীণ) জেলায় আক্রান্ত হয়েছেন ২১০ জন ও শোণিতপুরে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩২ জন। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, এদিন যে দু’‌জন মারা গিয়েছেন, তাঁদের একজনের বাড়ি কামরূপ মেট্রো জেলায়। নাম আওলেপসি জামির। বয়স ৫৭। অপর জনের নাম স্বপন সাহা (৪৫)। বাড়ি দারাং জেলায়।