মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গোমাংস বিক্রি নয়। এমনকী হিন্দু, শিখ এবং জৈন সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলিতে গোমাংস ক্রয়–বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করতে নয়া বিল পাশ হল অসম বিধানসভায়। এই নিয়ে বিতর্ক থাকলেও আপাতত তা মানতেই হবে। কারণ বিল পাশ হয়ে গেলে তা আইনে পরিণত হয়। ফলে সেটা মানা বাধ্যতামূলক।
অসম বিধানসভা পাশ হয় ‘Assam Cattle Preservation Bill, 2021’। প্রতিবাদে সদন থেকে ওয়াকআউট করেন কংগ্রেস–সহ বিরোধী দলের বিধায়করা। আগে ‘Assam Cattle Preservation Act, 1950’–এর আওতায় শর্তসাপেক্ষে ১৪ বছরের বেশি বয়সের গবাদি পশুর জবাইয়ের অনুমতি ছিল। কিন্তু নয়া বিল পাশ হওয়ায় তা আর প্রযোজ্য হবে না। বিজেপি শাসিত অন্য রাজ্যেগুলির মতোই, এই রাজ্যেও গরু বাঁচাতে এবং সংরক্ষণ নিয়েই এই আইন আনার তোড়জোড় শুরু হয়।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগেই জানিয়েছিলেন, যে আইন নিয়ে আসা হচ্ছে তাতে প্রশাসনের অনুমতি ছাড়া গবাদি পশুকে ‘জবাই’ করা, খাওয়া এবং গো পরিবহণ নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত আইনি বিধান রাখা হয়েছে। যদি কেউ এই আইন না মানে তাহলে আইন অমান্যকারীর আট বছর পর্যন্ত জেল এবং ৩ লক্ষ টাকা জরিমানা করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, কমবেশি আমরা সকলেই হিন্দুদের বংশধর। হিন্দুত্বই জীবনের একমাত্র রাস্তা। এটা অস্বীকার করার কোনও জায়গা নেই। আসলে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের পথ ধরে অসমেও শীঘ্রই আসতে চলেছে ‘লাভ জিহাদ’ আইন। সেই আইনের কথা ঘোষণা করতে গিয়েই অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘হিন্দুত্বই জীবনের পন্থা। আমি বা অন্য কেউ কীভাবে এটা রুখতে পারে। এটা যুগের পর যুগ ধরে চলে আসছে। আমরা সকলেই হিন্দুদের উত্তরসূরি। হিন্দুত্ব শুরু হয়েছে আজ থেকে ৫ হাজার বছর আগে। তাই এভাবে এটাকে আটকানো যায় না।’