দেশ ব্রেকিং নিউজ

ফের অশান্তি দুই রাজ্যে

আবার উত্তপ্ত হচ্ছে অসম–মিজোরাম সীমান্ত। ফের সম্মুখসমরে দুই রাজ্য। কিছুদিন আগেই এই দুই রাজ্য পরস্পরের বিরুদ্ধে বন্দুক তাক করেছিল। এবার ওই রাজ্যের সীমানায় একটি সেতু তৈরি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এমনকী জল গড়িয়েছে অনেকদূর। যার প্রেক্ষিতে হয়েছে মামলা বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।

শেষ পাওয়া খবর অনুযায়ী, মিজোরাম পুলিশের অভিযোগ সীমান্তে নির্মীয়মান একটি সেতুর নির্মাণসামগ্রী চুরি করেন অসমের পুলিশের বেশ কয়েকজন অফিসার। তা নিয়েই মামলাও দায়ের হয়। অসম পুলিশের দাবি, ওই সেতুটি তাঁদের সীমান্তের মধ্যেই তৈরি হচ্ছিল। যদিও পরবর্তীতে ওই মামলাটি প্রত্যাহারও করে নেয় মিজোরাম পুলিশ।

পুলিশের পক্ষ থেকে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, মিজোরামের ঝোপাই এলাকার ভৈরবী শহরে সেতুটি তৈরি হচ্ছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সি ছুঙ্গার জমিতেই নির্মাণকাজ চলছিল। অসম পুলিশ অফিসাররা সেই স্থানে গিয়ে নির্মাণ সামগ্রী চুরি করেন। সেখানে কর্মরত শ্রমিকদের হুঁশিয়ারিও দেন। আর অসম পুলিশের অভিযোগ, ওই জায়গাটি অসমের অন্তর্গত। সেখানেই সেতু তৈরি করছিল মিজোরাম। যদিও পরবর্তীতে মামলা প্রত্যাহার করে নেয় মিজোরাম পুলিশ।

উল্লেখ্য, গত ২৬ জুলাই সীমান্তে সংঘাতে জড়িয়ে পড়ে অসম–মিজোরামের পুলিশ বাহিনী। রীতিমতো খণ্ডযুদ্ধ বাধে দুই রাজ্যের বাহিনীর মধ্যে। অত্যাধুনিক রাইফেল ও মেশিনগান দিয়ে একে অপরের বিরুদ্ধে হামলা চালায় দুই বাহিনী। ওই ঘটনায় মৃত্যু হয় অসম পুলিশের ছয় কর্মীর। তারপর সমস্যা মেটাতে আসরে নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।