অবিরাম বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা আসামে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। আসামে অবিরাম বর্ষণে বন্যা ও ভূমিধসে ২০টি জেলায় প্রায় ২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয়টি জেলার 94 টি গ্রামে প্রচুর মানুষ ঘরছাড়া। মুষলধারে বৃষ্টিতে ডিমা হাসাও জেলার হাফলং এলাকায় একটি রাস্তার একটি অংশ ভেসে গেছে। একইসাথে হোজাই এবং পশ্চিম কার্বি আংলং জেলার সংযোগকারী PWD রাস্তা গতকাল হোজাই জেলার বন্যার জলে তলিয়ে গেছে। এমনকি জলের তলায় তলিয়ে গেছে বাসের সাঁকো এবং কংক্রিটের ব্রিজ।
আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে কাছাড়, ধেমাজি, হোজাই, কার্বি আংলং পশ্চিম, নগাঁও এবং কামরুপ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দিমা হাসাও জেলার হাফলং এলাকায় ভূমিধসের ঘটনায় একজন মহিলা সহ তিনজনের মৃত্যুর হয়েছে।
ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ভারতের আবহাওয়া বিভাগ থেকে ভারী বর্ষণ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি জানিয়েছে, আগামী কয়েকদিন আসামে ভারী বৃষ্টি চলবে। ক্রমাগত বৃষ্টির কারণে রাজ্যের নদীর জল বেড়ে চলেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃষ্টিজনিত বন্যার পর স্থানীয় জনগণ ছাড়াও বন্যাকবলিত এলাকায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ফায়ার ও জরুরী পরিষেবাগুলি উদ্ধার অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, আসাম ছাড়াও গত দুইদিন ধরে মেঘালয় ও অরুণাচলপ্রদেশে বৃষ্টি হচ্ছে। সেখানেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।