দেশ ব্রেকিং নিউজ

বাঘের মুখের খাবার কাড়লেন বিজেপি নেতা

গরু–গোবর–গোমূত্র নিয়ে বিজেপি’‌র একটা আবেগ রয়েছে। আর তার জন্য তারা যা খুশি বলছে, করছে। কোনও লাগাম নেই। রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান দাবি করছেন, গোবর থেকে তৈরি চিপ মোবাইলের তেজস্ক্রিয়া কমায়। সব রোগ প্রতিরোধ করে। আবার চিড়িয়াখানায় মাংসাশী প্রাণীদের গোমাংস খাওয়া নাপসন্দ অসমের কট্টরপন্থী বিজেপি নেতা সত্য রঞ্জন বোরার। তাই দলবল নিয়ে গুয়াহাটি চিড়িয়াখানায় মাংসাশী প্রাণীদের খাবার ভর্তি গাড়ি আটকে দিলেন তিনি।
এদিন গোমাংস–বিরোধী কর্মীদের নিয়ে গুয়াহাটি চিড়িয়াখানার মূল ফটকের সামনে প্রতিবাদ দেখাতে থাকেন বিজেপি নেতা সত্য রঞ্জন বোরা। তখন বাঘেদের জন্য গোমাংস ভর্তি একটি গাড়ি চিড়িয়াখানা প্রবেশ করছিল। আর তাঁরা সেই গাড়িটি আটকে দেন। এইরকম নানা ঘটনায় মানুষ আজ বীতশ্রদ্ধ। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে পুলিশে খবর দেন। পুলিশ গাড়িটি চিড়িয়াখানায় প্রবেশ করতে সহায়তা করে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপি নেতার সাফাই, হিন্দু সমাজে আমরা গরুকে রক্ষা করতে গুরুত্ব দিই। চিড়িয়াখানায় মাংসাশী প্রাণীদের জন্য খাদ্য সরবরাহ সরকার করে থাকে। আমাদের আপত্তি হল, কেন গরুর মাংস পরিবেশন করা হবে? অন্য মাংস কেন দেওয়া হবে না? চিড়িয়াখানায় সাম্বার হরিণ সংখ্যা ক্রমবর্ধমান। তাদের মাংস মাংসাশী প্রাণীদের জন্য খাদ্য হিসাবে ব্যবহার করলে চিড়িয়াখানাও স্বনির্ভর হতে পারে।
ডিভিশনাল ফরেস্ট অফিসার তেজস স্বামী বলেন, ‘সেন্ট্রাল জু অথরিটির পরামর্শ মেনেই চিড়িয়াখানার মাংসাশী প্রাণীদের খাবার দেওয়া হয়। আইন অনুযায়ী আমরা কখনই চিড়িয়াখানার প্রাণীদের মেরে মাংসাশী প্রাণীদের খাওয়াতে পারি না। তাছাড়া সাম্বার হরিণ বন্য জন্তু। আমরা তাদের মারতে পারি না।’