দেশ লিড নিউজ

শুরু হল এশিয়ার বৃহত্তম এয়ারোস্পেস ও ডিফেন্স এগজিবিশন শো

শুরু হল এশিয়ার বৃহত্তম এয়ারোস্পেস ও ডিফেন্স এগজিবিশন শো, ‘এয়ারো ইন্ডিয়া ২০২৩’। সোমবার থেকে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশনে এয়ারো ইন্ডিয়ার ১৪ তম সংস্করণ আয়োজিত হয়। সাধারণত, দেশীয় প্রযুক্তি ও পদ্ধতিতে তৈরি বিভিন্ন যান্ত্রিক অনুষঙ্গের প্রদর্শনী হবে এই প্রদর্শনীতে। মূলত বিদেশি বিনিয়োগ ও অংশীদারিত্ব টানতেই এই উদ্যোগ। প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বম্মায়-সহ অন্যান্যরা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এরকম প্রদর্শনীর মধ্যে দিয়ে ভারতের শক্তি ও আকাঙ্খার নতুন দিকগুলি তুলে ধরা যাবে। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে নির্মিত ‘তেজস’ যুদ্ধবিমানের প্রশস্তিও শোনা যায় তাঁর মুখে। প্রধানমন্ত্রীর উদ্বোধন করার পর জমজমাট শো আয়োজন করা হয় সেখানকার আকাশে। একাধিক যুদ্ধবিমান ও কপ্টারের কসরত, পাশাপাশি লাইট কমব্যাট হেলিকপ্টার ‘প্রচণ্ড’-র নানা কেরামতি প্রদর্শিত করা হয়।

অ্যারো ইন্ডিয়ার এই প্রদর্শনীমূলক অনুষ্ঠানে বিভিন্ন দেশের সঙ্গে প্রায় ২৫১টি মউ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। টাকার অঙ্কে যা প্রায় ৭৫ হাজার কোটির কাছাকাছি। উল্লেখ্য, ২০২৩ সালে কর্নাটক বিধানসভার নির্বাচন। তার আগে সে রাজ্যের আকাশে আত্মনির্ভর ভারতের শক্তি প্রদর্শন বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।