প্রকাশিত হল চলতি এশিয়া কাপের সুপার ফোরের শেষ চারের ক্রীড়াসূচি। গ্রুপ-এ থেকে প্রথম দল হিসেবে পাকিস্তান আগে সুপার ফোরের যোগ্যতা অর্জন করে। নেপালকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ভারতও। অপরদিকে, গ্রুপ বি-তে মঙ্গলবার রাতে হাড্ডাহাড্ডি ম্যাচে স্বপ্নভঙ্গ হয়েছে আফগানিস্তানের। প্রথম দুই দল হিসবে পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, এবার সেরা চারটি দল নিজদের মধ্যে খেলবে। মোট ৩ টি করে ম্যাচ পাবে সব ক’টি দল। মোট ৬ টি ম্যাচ হবে। গ্রুপ তালিকার প্রথম দুটি দল পৌঁছে যাবে ফাইনালে। বিশ্বকাপের আগে এশিয়া কাপকে প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন এশিয়ার দলগুলি।
১. সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান বনাম শ্রীলঙ্কা। আগামী ৬ সেপ্টেম্বর লাহোরে মুখোমুখি হবে এই দুই দল। ভারতীয় সময় বিকেল ৩ টে থেকে শুরু হবে ম্যাচ।
২. দ্বিতীয় ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আগামী ৯ সেপ্টেম্বর কলম্বোতে মুখোমুখি হবে দুই দল। খেলার সময় ভারতীয় সময় বিকেল ৩ টে।
৩. তৃতীয় ম্যাচে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। আগামী ১০ সেপ্টেম্বর সন্মুখ সমরে নামছে দুই যুযুধান প্রতিপক্ষ। ম্যাচ হবে কলম্বোতে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৩ টে।
৪. চতুর্থ ম্যাচে ভারতের সামনে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগামী ১২ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দল। কলম্বোতে ভারতীয় সময় বিকেল ৩ টে খেলা শুরু হবে।
৫. পঞ্চম ম্যাচে মুখোমুখি পাকিস্তান বনাম শ্রীলঙ্কা। আগামী ১৪ সেপ্টেম্বর বিকেল ৩ টে ম্যাচ হবে কলম্বোতে।
৬. সুপার ফোরের শেষ ম্যাচ হবে ১৫ সেপ্টেম্বর। কলম্বোতে ওই ম্যাচে ভারত নামছে বাংলাদেশের বিরুদ্ধে। খেলা শুরু হবে ৩ টের সময়।
আগামী ১৭ সেপ্টেম্বর সেরা দুটি দল মুখোমুখি হবে ফাইনালে। ফাইনালও আয়োজিত হবে কলম্বোতে।