এবার টর্নেডো আছড়ে পড়ল উত্তর ২৪ পরগনার অশোকনগর ও গুমার একাংশে। ঠিক হালিশহরের মতো এই ঘূর্ণিঝড় আবার দেখা গেল উত্তর ২৪ পরগনা অশোকনগর এলাকায়। নিমেষের মধ্যে প্রায় ৩০-৪০টি বাড়ির চাল হাওয়ায় উড়ে গেছে।আতঙ্কে এলাকাবাসী। বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ঠিক সকাল ৯টা ২০মিনিট নাগাদ আচমকাই কালো হয়ে যায় গোটা আকাশ। বইতে থাকে ঝোড়ো হাওয়া। বুঝে ওঠার আগেই ৫-৬ সেকেন্ডের মধ্যে প্রায় ৩০-৪০টি বাড়ির টিনের চাল উড়ে যায়। অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১৪ নম্বর ১৫ নম্বর ও ২২ নম্বর ওয়ার্ড সংলগ্ন শ্রমলক্ষ্মী কলোনি ও গুমার ১নং পঞ্চায়েতের নিবেদিতাপল্লীতে আশ্রয়হীন হয়ে পড়েন বহু মানুষ। বাড়ির দেওয়াল পরে আহত হয়েছেন তিনজন। সোমবার চুঁচুড়া এবং হালিশহরেও টর্নেডো হয়। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রাণহানিও হয় দু’জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই টর্নেডোয় কাঁপল উত্তর ২৪ পরগনার অশোকনগর।
বুধবারই ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। তার আগেই দিঘায় ব্যাপক জলোচ্ছ্বাস শুরু হয়। প্রায় ৩০ ফুটেরও বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হয়। ক্ষতিগ্রস্ত হয় একের পর এক হোটেল। ভেঙে যায় বহু কাঁচাবাড়ি। বৃহস্পতিবার ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এখনও রাজ্যের আবহাওয়ার উন্নতি বিশেষ হয়নি। সকাল থেকেই বইছে ঝোড়ো হাওয়া। সঙ্গে চলছে বৃষ্টিও। তারই মাঝে অশোকনগরে টর্নেডোর দাপট। ইয়াসের সামনে পিছনে দুদিকেই লেগে থাকল ফেউ।