লিড নিউজ

মুখ্যমন্ত্রী–রাজ্যপাল সংঘাত!‌ গভীর রাতে বৈঠক

আদালতের গুঁতো খেয়েও সোজা রাস্তায় হাঁটল না মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং তাঁর অনুগামী বিধায়করা। ফলে রাজ্যপালের সঙ্গে সরাসরি সংঘাতে গেলেন তাঁরা। সুতরাং রাজস্থানের রাজনৈতিক উত্তেজনার পারদ আরও বাড়ল। রাজ্যপাল কলরাজ মিশ্রের সঙ্গে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সংঘাত নতুন মাত্রা যোগ করল। কলরাজ মিশ্রের একটি বিবৃতির পর গভীর রাতে মন্ত্রিসভার বৈঠক ডাকেন গেহলট।
শুক্রবার দুপুরে অশোক গেহলট অভিযোগ করেন, ‘‌ওপরতলার চাপে বিধানসভার অধিবেশন ডাকার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না রাজ্যপাল।’‌ তখন অশোক গেহলট বলেন, ‘‌কেন তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না, তাঁর ওপরে কী চাপ রয়েছে, সেটা আমাদের ধারণারও বাইরে।’‌ তারপরেই দুপুরে জয়পুরের রাজভবনে চার ঘণ্টা বসে ধর্ণা দেন। সন্ধ্যায় একটি বিবৃতি জারি করেন রাজ্যপাল।
সেই বিবৃতিতে রাজ্যপাল সরাসরি জানিয়ে দেন যে ২১ দিনের নোটিশ না দিয়ে বিধানসভার অধিবেশন ডাকা যায় না। তিনি সংবিধানের বাইরে গিয়ে কোনও কাজ করবেন না। যেভাবে রাজভবন ঘেরাও করা হয়েছে তা সাংবিধানিক রীতিনীতির পরম্পরা নয়। অল্প সময়ের বিজ্ঞপ্তিতে রাজস্থান বিধানসভার অধিবেশন ডাকার কথা বলা হয়েছিল। কিন্তু নিয়ম অনুযায়ী তা করা যায় না। কারণ অধিবেশন ডাকতে অন্তত ২১ দিন আগে নোটিশ দিতে হয়। ফলে আবার ব্যাকফুটে যায় গেহলট সরকার।
রাজ্যপালের এই বিবৃতির পরেই মন্ত্রিসভার গভীর রাতে বৈঠক ডাকেন গেহলট। আড়াই ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষ হয় মধ্যরাতের পরে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় করোনা পরিস্থিতি, অর্থনৈতিক বিপর্যয়–সহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়ে বিধানসভা অধিবেশনে আলোচনা হবে। সূত্রের খবর, তাঁকে সমর্থন করা ১০২ জন বিধায়কের তালিকা রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছেন গেহলট। এখন দেখার কোন পথে হাঁটে মরু রাজ্যের রাজনীতি।