ব্রেকিং নিউজ

হাসপাতালে ভর্তি অশোক ভট্টাচার্য

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অশোক ভট্টাচার্য। তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরেই কিছু শারীরিক অসুস্থতায় ভুগছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
যদিও স্যোয়াব পরীক্ষার পর তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। এরপর মঙ্গলবার দুপুরে নিউমোনিয়া সন্দেহে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অশোক ভট্টাচার্যকে। টেস্টের রিপোর্টে তাঁর উইরিন ইনফেকশন ধরা পড়েছে। চিকিৎসকরা জানান, তাঁর চিকিৎসা চলছে। আপাতত কিছুদিন তিনি হাসপাতালেই ভর্তি থাকবেন। এর আগেও হৃদরোগে আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অশোক ভট্টাচার্য।
উল্লেখ্য, চলতি বছর মে মাসে বামেদের দাবি মেনে পুর প্রশাসকমণ্ডলী থেকে বাদ দেওয়া হয় ৫ তৃণমূল কাউন্সিলরের নাম। বিদায়ী মেয়র ও মেয়র পারিষদদের নিয়েই তৈরি হয় প্রশাসকমণ্ডলী। নতুন তালিকায় অশোক ভট্টাচার্য–সহ ৭ জনকে নিয়ে তৈরি করা হয় প্রশাসকমণ্ডলী। প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে রাখা হয় প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যকে।