রাজ্য

করোনায় আক্রান্ত শিলিগুড়ি পুরসভার প্রশাসক

অবশেষে করোনায় আক্রান্ত হলেন অশোক ভট্টাচার্য। প্রথমে রিপোর্ট নেগেটিভ আসায় ধরে নেওয়া হয়েছিল করোনা হয়নি তাঁর। কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা করতেই দেখা গিয়েছে, কোভিড পজেটিভ হয়েছে শিলিগুলি পুরসভার প্রশাসকের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তবে কিছুদিন আগে হৃদযন্ত্রের সমস্যা দেখা দিয়েছিল তাঁর। তাই শারীরিক আশঙ্কা থেকেই যাচ্ছে।
শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তবে তাঁকে আজই কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হবে। কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। রবিবারও তাঁর সোয়াব টেস্ট করা হয়। তবে তখন তাঁর সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে।
মঙ্গলবার দুপুরে ফের শারীরিকভাবে অসুস্থবোধ করেন তিনি। মঙ্গলবার দুপরে শিলিগুড়ির মাটিগাড়ার কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অশোক ভট্টাচার্যকে। ওই বেসরকারি হাসপাতালেই অশোকবাবুর কিছু শারীরিক পরীক্ষা–নিরীক্ষা করা হয়। একইসঙ্গে করোনা পরীক্ষার জন্য একবার অশোক ভট্টাচার্যের লালারসের নমুনা সংগ্রহ করা হয়।
রিপোর্ট আসতেই দেখা যায়, কোভিড পজেটিভ ৬২ বছরের বিধায়ক। বুধবারই তাঁকে বেসরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত করে শিলিগুড়ি মাটিগাড়ার কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হবে। করোনার সংক্রমণের পাশাপাশি তাঁর ইউরিন ইনফেকশনও ধরা পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।