বাংলায় বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। তাই ভোট কাটাকুটির খেলায় নামতে রাজ্যে এসেছেন মিম দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। রবিবাসরীয় সকালে রাজ্যে মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি হাজির বাংলায়। হুগলির ফুরফুরা শরিফে মিম সুপ্রিমো পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে একান্ত বৈঠকে যোগ দিয়েছেন। এখানে সংগঠন কিভাবে সাজানো হবে এবং ফুরফুরা শরিফ থেকে কতটা সাহায্য পেতে পারেন তাঁরা তা নিয়ে এই বৈঠক বলে সূত্রের খবর।
এদিন আসাদউদ্দিন ওয়াইসি’র রাজ্যে এসে বৈঠক করার খবর সামনে আসতেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চর্চা। বিধানসভা নির্বাচনের আগে নিজের দল ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন আব্বাস সিদ্দিকী। এখন মিম প্রধানের সঙ্গে তাঁর একান্ত বৈঠকে কী হতে চলেছে, কোনও জোট হতে চলেছে কিনা তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
মিম প্রধানের বৈঠক প্রসঙ্গে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, ‘বাস্তব অবস্থা ভোটের আগে সবাই চেষ্টা করছেন। আমাদের রাজ্যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। তার ভিত্তিতে দাঁড়িয়ে অনেকেই মনে করছেন ধর্মভিত্তিক ঐক্য যাতে গড়ে তোলা যায়। সেটা রাজ্যের পরিপন্থী হবে। মিমকে ব্যবহার করে বিজেপি এই রাজ্যে শক্তিশালী হতে চাইছে। কিন্তু ওরা শক্তিশালী হলে ফুরফুরাতে দৌড়াতে হত না।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আগে এই মিম–কে জনসভা থেকে তুলোধনা করেছিলেন।